চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃদ্ধ রফিক উক্ত থানার খোয়াজনগর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। সোমবার এ ঘটনা ঘটে বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ গুরুতর আহত হন। মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়। আহত অবস্থায় উদ্ধার করে নগরী একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার