২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চট্টগ্রামের পটিয়ায় খতমে কোরআন, দোয়া-মিলাদ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দোয়ায় ২১ আগস্টে নিহত নারীনেত্রী আইভি রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
আজ শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের উদ্যোগে ও সার্বিক নির্দেশনায় পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এই দোয়া হয়।
পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের খানকায়ে হামেদীয়া শাহ মাজেদীয়া রশিদীয়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসহাক, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাজাহান চৌধুরী, পটিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুর আলম জুয়েল, পটিয়া উপজেলা যুবলীগ নেতা সুজন বড়ুয়া, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন।
এদিকে, সরকারি সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) শহীদ কামালের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আয়োজিত মিলাদ মাহফিলে শহীদ কামালসহ রাজনীতিক আদর্শের সংগ্রামে জীবন দেওয়া সকল রাজনীতিক নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, জিরি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো ফেরদৌস, জিরি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো ইউনুছ, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন, আরিফ, ফয়সাল প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ