চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে মো. বিল্লাল নামে এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে মহাসড়কের লোহাগাড়া অংশের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসকের লোহাগাড়া অংশে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ