১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:১০
অনলাইন সেমিনারে বক্তারা

রাবার উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া আধুনিকায়ন করা সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাবার উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া আধুনিকায়ন করা সময়ের দাবি

রাবার উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া আধুনিকায়ন করা সময়ের দাবি।

রাবার একটি সম্ভাবনাময়ী পণ্য। কিন্তু নানা কারণে এটির উৎকর্ষতা সাধন হয়নি। তবে এখন সময় এসেছে রাবার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার। এটিকে এগিয়ে নিতে দরকার উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়াকে আধুনিকায়ন করা। এটি এখন সময়ের দাবি।

বুধবার সকালে বাংলাদেশ রাবার বোর্ডের উদ্যোগে ‘রাবার চাষ ও রাবার শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ রাবার বোর্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে ধারণা পত্র উপস্থাপন করেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান (অতিরিক্ত সচিব)।

রাবার বোর্ডের সচিব (অতিরিক্ত দায়িত্বে) বিদর্শী সম্বৌধি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক মো. মোকছেদুর রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভাগীয় কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চিটাগাং ইউমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম প্রমুখ।

বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান বলেন, রাবার চাষের মাধ্যমে দেশের ক্রমবর্ধনশীল চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্র অর্জন সম্ভব। রাবার হতে প্রায় ৪৬ হাজারের বেশি পণ্য উৎপাদিত হয়। রাবার চাষে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি এসব ফিনিশড প্রোডাক্ট উৎপাদনে উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রাবার উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ গ্রহণ করেছে। এ দুটি হল- Association of Natural Rubber Producing Countries (ANRPC) GesInternational Rubber Research and Development Board (IRRDB)। ভারত ও শ্রীলঙ্কা হতে উচ্চফলনশীল রাবার চারা আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

ড. মো. মাহবুবুর রহমান বলেন, ১৯৬১ সালে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটে প্রথম রাবার চাষ শুরু হয়। বর্তমানে প্রায়ই এক লাখ তিন হাজার জমিতে রাবার চাষ করা হয়। প্রায়ই পাচঁ হাজার চাষি রাবার শিল্পের সঙ্গে জড়িত। দেশে প্রায়ই ৩০ হাজার মেট্রিক টন রাবারের চাহিদা থাকলেও দেশে উৎপাদন হয় ২০ হাজার মেট্রিক টন। ১০ হাজার মেট্রিক টন আমদানি করতে হয়। এই চাহিদা পূরণে আমাদের উৎপাদন বাড়াতে হবে। 

মো. মোকছেদুর রহমান বলেন, বিএফআইডিসি’র কারখানার প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সবই পুরনো আমলের। রাবার চাষে সম্পৃক্তদের প্রফেশনাল প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সীমিত। তাই রাবার বোড রাবার প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলে দেশে রাবার খাত আরও সমৃদ্ধ হবে। এছাড়া রাবারকে কৃষি পণ্য হিসাবে ঘোষণা করলে রাবার চাষিরা উপকৃত হবে। নতুন উদ্যোক্তারা রাবার চাষে আগ্রহী হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর