চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে সালমা আকতার (৮) নামের এক শিশু মারা গেছে। চন্দনাইশের দোহাজারীর ফুলতলা গ্রামের আফসার উদ্দিনের মেয়ে। সোমবার পৌরসভার ৭ ওয়ার্ডের তোয়ালিয়া পাড়া মাঝের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পৌরসভার কাউন্সিলর আরফাত উল্লাহ।
তিনি বলেন, সালমা নামের শিশুটি পুকুরে মানতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দোহাজারী এলাকার ভোয়ালিয়া পাড়া মাঝের মসজিদে মানত করে ওই শিশুর স্বজনেরা এসেছিলেন। শিশুটি পুকুরে ঘাটে নেমে হঠাৎ পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয় যুবকরা শিশুটিকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম