স্বর্ণ উদ্ধারের মামলায় সিভিল অ্যাভিয়শনের সিকিউরিটি কর্মী মো. বেলাল উদ্দীনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলাল উদ্দিন (৪০) চান্দগাঁও থানার পূর্ব ঘোলশহর ওমর আলী মতব্বর সড়কের মো. বাদশা মিয়ার ছেলে। সোমবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
এর আগে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় সিভিল অ্যাভিয়শনের সিকিউরিটি কর্মী মো. বেলাল উদ্দীনকে হাতেনাতে আটক করেন।
আদালতের প্রসিকিউশনের এক কর্মকর্তা বলেন, রবিবার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার সাব-ইন্সপেক্টর মো. রবিউল আলম বেলাল উদ্দীনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার আদালতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে আরো জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়শনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন। ৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আজিজুল বারী বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/এএম