চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় আওয়ামী লীগের সদস্য পদ নবায়নের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক (১৮) নামের একজনকে ছুরিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন আহতও হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় সাবেক কাউন্সিলর মোহাম্মদ হিরণ ও বর্তমান কাউন্সিলর ওয়াসিম উদ্দিন সর্মথিতদের মধ্যে উত্তেজনা চলছে বলে স্থানীয়রা জানান। এতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোমবার সন্ধ্যার দিকে চসিকের ১৩ নং ওয়ার্ড পাহাড়তলীস্থ আমবাগান বহুমূখী উচ্চবিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তার ঘিরে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুই গ্রুপের হাতাহাতির ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনকে ছুরিসহ হাতেনাতে আটক করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম