চট্টগ্রামে প্রথমবারের মতো আসল ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ করোনার টিকা। গত সোমবার রাতে বিশেষ পরিবহন যোগে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে টিকাগুলো এসে পৌঁছে। চট্টগ্রাম টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা টিকাগুলো বুঝে নেন।
জানা যায়, চট্টগ্রামে প্রথমবারের মত আসে ফাইজারের টিকা। এতদিন সংরক্ষণ উপযোগী কোনো ব্যবস্থা না থাকায় ঢাকায় বাইরে দেওয়া যেত না এই টিকা। এবার নতুন করে সংরক্ষণ ব্যবস্থা চালু করার পর এ টিকা চট্টগ্রামে আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ফাইজারের বেশ কিছু টিকা চট্টগ্রামে এসেছে। এ টিকা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বন্দর হাসপাতালে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম