চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোরামারি স্কুলের সামনে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার সময় লরি ট্রাকের ধাক্কায় প্রাণ হারান শামসুল আলম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম উপজেলার ২ নম্বর ওয়ার্ডে জোড়ানতল সিয়ানি চৌধুরী বাড়ীর গুরামিয়ার ছেলে।
চমেক হাসপাতালের চট্টগ্রাম জেলা পুলিশ ফাঁড়ির এএসআই জাহিদুল ইসলাম বলেন, ‘সীতাকুন্ড থেকে আহত অবস্থায় একজন বৃদ্ধকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর