মিরসরাইয়ের সাতবারের নির্বাচিত ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, কাশেম মেম্বারকে হত্যার পর থেকে বেলাল পলাতক ছিলেন। ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার ধনিয়া বাজার এলাকায় তার অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, পূর্বশত্রুতার জের ধরে গত ২৬ জানুয়ারি হত্যা করা হয় কাশেম মেম্বারকে। এ ঘটনায় কাসেম মেম্বরের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দয়ের করেন।
বিডি প্রতিদিন/এমআই