চট্টগ্রাম নগরের স্টেডিয়াম সড়কে অটোরিকশার ধাক্কায় ডা. সামিনা আকতারের দুর্ঘটনাস্থলকে তাঁর নামে নামকরণ করা দাবি জানিয়েছে।
আজ দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মরত চিকিৎসকরা হাসপাতাল চত্বরে নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি করেন।
হাসপাতালের উপ-পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. একেএম আশরাফুল করিমের সভাপতিত্বে ও নিউরোসার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. উযায়ের আফিফ রোহাজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ তাহের খান, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন ও আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা ফজলুল করিম বাবুল, হারুন ইউসুফ, খায়েজ আহমদ ভুঁইয়া, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক আহমদ, হাসপাতাল পরিচালক ডা. নুরুল হক, উপ-পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চালকদের অদক্ষ ও উদাসীনতায় সাধারণ জনগণ এক অনিশ্চিত জীবনযাপন করছেন। তাই এখনই সময় এই অস্বাভাবিক মৃত্যুর মিছিলের লাগাম টেনে ধরতে হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ডা. সামিনা আকতারে হত্যায় দায়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সরকারের কাছে আমরা চিকিৎসক সমাজের দাবি, বেপরোয়া গাড়ি চালানো থেকে চালকদের বিরত রাখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন