চট্টগ্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছিদ্দিক মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার দুপুরে জেলার ভুজপুর থানাধীন হেঁয়াকো কড়ই বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক ভুজপুরের দক্ষিণ পানুয়া এলাকার আমবর আলীর ছেলে।
ভুজপুর দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন বলেন, হেঁয়াকো বড়ই বাগান বাজার এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিদ্দিক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর