চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় মোহাম্মদ ইসহাক (২৭) নামের এক ব্যক্তির মৃত্যুদন্ড হয়েছিল দীর্ঘ ৬ বছর আগেই। দীর্ঘদিন ধরেই পলাতক থাকার পর অবশেষে র্যাবের হাতেই গ্রেফতার হয়েছে মো. ইসহাক। ইসহাকের বাড়ি হাটহাজারী থানার ফটিকা এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. ইসহাক রাউজান থানার সুলতানপুর এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। এরপর ভোরেই রাউজান থেকে গ্রেফতার করা হয় বলে জনান তিনি। তবে জিজ্ঞাসাবাদে ইসহাক স্বীকার করে, সে পারভিন আক্তার হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম