দীর্ঘ আড়াই মাস যান্ত্রিক ক্রুটির কারণে বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হলো চট্টগ্রাম ইউরিয়া সারের।
চট্টগ্রামের সার কারখানা লিমিটেডের (সিইউএফএল) সার উৎপাদন শুরুর কারণে কারখানায় কর্মরতদের মধ্যেও উল্লাস ছড়িে পড়েছে।
গত রবিবার রাতেই এই রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। এর আগে কারখানাটি গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে পড়ে। তার আগেই ২০২১-২২ অর্থবছরে ১ লাখ ২ হাজার ৯৩৬ মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি।
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের জিএম (টেকনিক্যাল) মো. শহীদুল্লাহ খান বলেন, গত রবিবার রাতেই ইউরিয়া সারের উৎপাদন শুরু হয়েছে। বড় ধরণের কোন বাধা বা সমস্যা সৃষ্টি না হলে এখন থেকে পূর্ণ গতিতেই সার কারখানাটি চালু করা যাবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন