চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় মো. সাজ্জাদ হোসেন(২৮) নামের এক যুবককে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আটক সাজ্জাদ হোসেন পটিয়া উপজেলার বরলিয়া পশ্চিম বারৈকারা এলাকার জাকির হোসেনের ছেলে।
মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে গত সোমবার গভীর রাতে উপজেলার চুনতি রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার একটি টীম উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে ২৫০০ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম