বৈদেশিক ডাকে করে গৃহস্থালি পণ্যের আড়ালে অস্ত্র আনার ঘটনায় ওই চালানের প্রাপক কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে বন্দর থানার কাছে সোপর্দ করা হয়।
সিএমপি’র উপ-কমিশনার (পশ্চিম) ওয়ারিশ আহমেদ বলেন, ‘বৈদেশিক ডাকে করে অস্ত্র আনার ঘটনায় কামরুল হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আয়কর বিভাগের একজন অফিস সহকারি। চট্টগ্রাম কর অঞ্চল-১ কর্মরত আছেন। ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বন্দর থানার কাছে সোপর্দ করা হয়েছে।’
সিএমপি’র উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় কামরুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।’
প্রসঙ্গত, গত ২০ ফ্রেব্রুয়ারি বৈদেশিক ডাকে করে গৃহস্থালি পণ্যের আড়ালে আসা একটি অস্ত্রের চালান জব্দ করে কাস্টমস। ওই চালান থেকে একটি করে নাইন এমএম পিস্তল, এইট এমএম পিস্তল এবং দুটি খেলার পিস্তুল জব্দ করা হয়। ওই চালান থেকে ৬০টি কাতুর্জও জব্দ করা হয়। এ ঘটনায় কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে নগরীর বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই চালানের প্রাপক আগ্রাবাদ এলাকার কামরুল হাসান এবং প্রেরক ইটালি প্রবাসী রাজিব বড়ুয়াকে আসামি করা হয়।
বিডি প্রতিদিন/এএম