চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দারোগার হাট এলাকায় সোহাগ পরিবহনের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম মো. নাছির উদ্দীন (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম দুলাল।
তিনি বলেন, সোহাগ পরিবহনের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ পরিবহনের বাসের সুপারভাইজার মো. নাছির উদ্দীনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই