চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা কাজিরহাট এলাকায় বেপরোয়া গতির ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত আবদুস সাত্তার (৬০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে স্থানীয় চর রাঙামাটিয়া স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে এলাকাবাসী বিক্ষোভ এবং কয়েকটি ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর করে। এসময় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদে দোকান বন্ধ রাখে।
নিহত আবদুস সাত্তার মোহরা অলি আহমদ চৌধুরীর বাড়ির কুয়ার পাড়া এলাকার বাসিন্দা। তিনি কাজির হাট বাজারে ভ্যানগাড়িতে করে মালামাল বিক্রি করতেন।
জানা যায়, মঙ্গলবার বাজারের দিন একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। প্রায় তিনদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
মোহরা ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন মামুন বলেন, বেপরোয়া গতির ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সাত্তার মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে এলাকাবাসী বিক্ষোভ করে কয়েকটি ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর করে।
বিডি প্রতিদিন/এইআই