চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আলমগীর, মো. নাহিদুল ইসলাম ওরফে নাহিদ, মো. মান্নান, মো. বাবুল মিয়া এবং আব্দুল মালেক ওরফে সোহাগ। অভিযানে তাদের কাছ থেকে চুরি করা ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়। টানা তিন দিন অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
হালিশহর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, চোর চক্রটির সক্রিয় সদস্যদের ধরতে গত বৃহস্পতিবার থেকে টানা তিনদিন অভিযান চালায় পুলিশ। এতে চট্টগ্রামের হালিশহর থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ আলমগীর ও নাহিদকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে ৩টি চোরাই মোটরসাইকেলসহ মান্নানকে গ্রেফতার করা হয়। একই সময়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ পুলিশের জালে ধরা পড়ে বাবলু মিয়া। তাদের দেয়া তথ্যমতে সীতাকুণ্ডে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয় সোহাগকে।
বিডি প্রতিদিন/এএম