চট্টগ্রামে অভিযান চালিয়ে চোরাই তেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জানে আলম ওরফে বাচ্চু। শনিবার রাতে জেলার বোয়ালখালী থানাধীন চাঁেন্দরপাড়া এলাকার এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্দেরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১২ হাজার ৪শ’ লিটার অকটেন, ৪ হাজার ২শ’ লিটার ডিজেল এবং ১২০ লিটার মবিলসহ বাচ্চু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান- দীর্ঘদিন ধরে অবৈধ পন্থা ডিজেল, মবিল এবং অকটেন বিক্রি করে আসছিল।
বিডি প্রতিদিন/এএম