চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আরিফ (১৮) নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরিফ বাড়ি বাগানবাজার ইউপির ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। গত রবিবার রাতে উপজেলার দাঁতমারা ইউপির ঢালারমুখ (রাবারবাগান) এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন।
তিরি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটে ছেলেটির শরীরের ৯৫% পড়ে যায়। দ্রুত হাসপাতালের ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার চট্টগ্রাম ও মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গাড়িতে বাঁশ উঠাচ্ছিল আরিফ। এ সময় একটি বাঁশ ৩৩ হাজার বোল্টের সাথে লেগে আরিফের শরীরের ৯৫% আগুনে পুড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এএম