চট্টগ্রামে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য ব্যবহার করে খাবার প্রস্তুত, পরিবেশন ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জামালখানস্থ একটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা এবং মোমিন রোডস্থ একটি বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
একই অভিযানে জামালখান রোডে নির্দেশনা মোতাবেক বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় একটি প্রতিষ্ঠানকে ২ হাজার এবং আরেক প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কদমতলী, আইচ ফ্যাক্টরি রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ভেজালবিরোধী এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশেনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। একই সঙ্গে সাইনবোর্ডে বাংলার আধিক্য না থাকার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই