চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-আজগর শেখ, মো. রিসাত, প্রদীপ ধর, মো. ওসমান মিয়া, জালাল আহাম্মদ ও মো. আনোয়ার হোসেন।
তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, নাজিরপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসেছে-এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে জুয়ার সরঞ্জামসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই