চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাঈসাং মারমা নামে এক হাজতির। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাঙামাটির চন্দ্রঘোনা রায়খালী বাজার এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, কাঈসাং মারমা নামে মাদক মামলার আসামি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসসহ নানা রোগে ভোগছিলেন। অসুস্থ অবস্থায় তাকে রাঙামাটি কারাগার থেকে চট্টগ্রাম আনা হয়। গত ১৯ এপ্রিল অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম