জব্বারের বলীখেলা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। মঞ্চসহ পুরো এলাকার থাকছে চার স্তরের নিরাপত্তা বলয়ে। রবিবার সন্ধ্যায় জব্বারের বলীখেলা নিয়ে বিশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানান সিএমপি’র উপ-কমিশনার জসিম উদ্দিন।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবিরের সভাপতিত্বে ওই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ, অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলামসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা।
উপ-কমিশনার জসিম উদ্দিন বলেন, ‘জব্বারের বলীখেলার জন্য সিএমপি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত ফোর্সের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে সাদা পোশাকাদের পুলিশ সদস্যসহ পুলিশের সকল ইউনিটের সদস্যরা।’
চৌধুরী ফরিদ বলেন, ‘জব্বারের বলীখেলা সুষ্ঠুভাবে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বলি খেলা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।’
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘ঐতিহ্যগত ভাবে জব্বারের বলী খেলায় স্টল বরাদ্দ বাবদ কোন টাকা গ্রহণ করা হয় না। তাই কোন অজুহাতে চাঁদা গ্রহণের সুযোগ নেই। কেউ চাঁদা নিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম