চট্টগ্রামের বোয়ালখালীর সৈয়দপুর খালের পাশ থেকে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জাবেদ হোসেন পূর্ব চরণদ্বীপ এলাকার মো.জাবেলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সালামত উল্লাহ জানান, সৈয়দপুর খালের পাড় থেকে মো. জাবেদ হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন