চট্টগ্রামের বোয়ালখালীর সৈয়দপুর খালের পাশ থেকে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মো. জাবেদ হোসেন পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাবেলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।
জানা যায়, বুধবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি জাবেদ। সকালে বাড়ির পাশে বামন খালের পাড়ে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, সৈয়দপুর খালের পাড় থেকে মো. জাবেদ হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, জাবেদের অটোরিকশাটি পাওয়া যায়নি। অটোছিনতাই নাকি অন্য কোনো কারণে তাকে খুন করা হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিডি প্রতিদিন/এএম