চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় গলায় ফাঁস দিয়ে তাজনাহার আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার এ ঘটনা ঘটে। তাজনাহার পোস্তার পাড় মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি ওই এলাকার তাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেহরি খেয়ে ঘুমানোর পর সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে ইপিজেড থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে বাসায় কোনো পারিবারিক ঝামেলা ছিল না। তাই কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও বুঝা যায়নি।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ ইপিজেড থানা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মর্গে রয়েছে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম