চট্টগ্রাম নগরের জামালখান চেরাগীপাহাড় এলাকায় আসকার বিন তারেক খুনের মামলার অন্যতম আসামি প্রিয়ম বিশ্বাসকে (২৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে নগরের সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এখন পর্যন্ত এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার হওয়া প্রিয়ম চন্দনাইশের বৈলতলী এলাকার রানা বিশ্বাসের ছেলে।
মামলার অন্য আসামিরা হলেন-ধ্রুব (২০), প্রান্ত (২০), শ্রাবণ (২০), শচীন (২০), রুবেল (২০) ও অর্ক (২০)। গ্রেফতারকৃত প্রিয়মের বিরুদ্ধে ২০১৯ সালে দ্রুত বিচার আইনে একটি মামলা বিচারাধীন আছে।
কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, আসামি প্রিয়মকে সিআরবি এলাকা থেকে রাত ১০টায় গ্রেফতার করা হয়। এ ঘটনার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইফতারের পর নগরের আন্দরকিল্লা মোড়ে ছাত্রলীগের সাব্বির ও সৈকত গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পরে তা মীমাংসা হয়ে যায়। তবে ওইদিন রাত নয়টার দিকে আবার চেরাগী পাহাড় মোড়ে উভয় গ্রুপ জড়ো হলে সংঘর্ষ বাধে।
এতে আসকার বিন তারেক ছুরিকাঘাতে নিহত হয়। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদী হয়ে আটজনকে আসামি করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই মামলার ১ নম্বর আসামি শোভন দেবকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই