চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতির চলমান ধারাকে অক্ষুণ্ন রাখতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার একমাত্র চাবিকাঠি জনগণের হাতে। আগামী নির্বাচনে জনগণের ভোটেই আবার সরকার গঠনের সুযোগ পাবে আওয়ামী লীগ। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন পরিচয়ে পরিচিত করতে আওয়ামী লীগ সরকারের বিকল্প কিছু নেই। দেশের জনগণকে এ বিষয়টি মনে রাখতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর মোমিন রোডের একটি কমিউনিটি সেন্টারে এলাকাবাসীর মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৬ শতাধিক মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘গত ১৩ বছর ক্ষমতায় আওয়ামী লীগ। এসময় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা,অবকাঠামোসহ নানামুখী খাতে ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। জেলায় জেলায় শিল্পাঞ্চল নির্মাণের বিভিন্ন সেক্টরে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। দেশের শিক্ষিত যুবকরা সেসব সেক্টরে আত্মনিয়োগ করছেন। বাংলাদেশ মহাশূন্য স্যাটেলাইট পাঠাবে, নদীর তলদেশে টানেল নির্মাণ করবে-এসব পরিকল্পনা ছিল একসময় স্বপ্নের মতো। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নকেই বাস্তবায়ন করে যাচ্ছেন।’
কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, ইউনিট আওয়ামী লীগ নেতা মৃদুল দাশ, বাবুল দেব রায়, ইকবাল আহমেদ ইমু, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জাবেদুল আলম সুমন প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ