চট্টগ্রামের দুর্ধর্ষ ছিনতাই চক্র লাল গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন-মো. সুমন, মো. রাসেল, মো.শরিফ হোসেন সুমন, তপন দত্ত ও রেজাউর রহমান। বৃহস্পতিবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, ঈদে কেনাকাটা করতে বের হওয়া মানুষদের ছিনতাই করতে একটি চক্র অবস্থান করছে, এ তথ্যর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২টি ধারালো চাকু, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের চলাচলের স্থানে পথচারীকে জিম্মি করে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই