যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৮, ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গত ৫ এপ্রিল চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। এখানে পৃথকভাবেই ১৯১টি বায়োডাটা কেন্দ্রীয় কমিটিতে জমা দেন পদ-প্রত্যাশীরা।
দলীয় সূত্রে জানা গেছে, যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৮, ২৯ ও ৩০ মে চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম নগর শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। এমতাবস্থায়, গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্যও নির্দেশ দিয়েছেন জেলার নেতাদের।
কেন্দ্রীয় যুবলীগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ৬টি পদের জন্য প্রত্যাশী রয়েছেন পৃথক তিন সাংগঠনিক কমিটির দুই শতাধিক নেতা। নতুন নেতৃত্ব তৈরি করতে সম্প্রতি সংগঠনে গুরুত্বপূর্ণ পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্তও জমা দিয়েছেন চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নেতারা। তিন সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য অনেকের লবিং-তদবিরও থেমে নেই।
গত ৫ এপ্রিল ঢাকায় যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় শেষ সময় ৬টা পর্যন্ত দুই শতাধিক নেতার জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রীয় কমিটিতে। তবে জমা দেওয়া নেতাদের মধ্যে সাবেক ছাত্রনেতা থেকে শুরু করে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্যরাও রয়েছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন নেতারা। যুবলীগের চট্টগ্রাম জেলার তিন সাংগঠনিক কমিটির মধ্যে উত্তর জেলার শীর্ষ দুই পদের জন্য জীবনবৃত্তান্ত বা সিভি জমা দেওয়ার সময় শেষ হয়েছিল গত ৫ এপ্রিল। গত ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর যুবলীগের পদ প্রত্যাশী নেতারা কেন্দ্রীয় দপ্তরে জীবনবৃত্তান্ত জমা দেন।
পৃথক তিন কমিটিতে মোট ১৯১টি সিভি জমা হয়। এর মধ্যে চট্টগ্রাম উত্তর জেলায় সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ২২ জন, চট্টগ্রাম মহানগরীতে সভাপতি পদে ৩৫টি আর সাধারণ সম্পাদক পদে ৭৩ জন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলায় সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জনের সিভি জমা দিয়েছেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই