চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে সাগর মজুমদার নামে এক উঠতি ক্রিকেটার আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নগরীর ইপিজেড থানাধীন পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাগর ওই এলাকার নয়ন মজুমদারের ছেলে। তিনি স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরের বাবা নয়ন মজুদার দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আর্থিক অভাব-অনটনের কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন সাগর। বৃহস্পতিবার রাতে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রো রুম সূত্রে জানা যায়, রাতে সাগর নামে এক ছেলেকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই