ইফতার পার্টিতে দাওয়াত না দেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিকে গাছে বেঁধে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হাইদগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিএম জসিম এবং তার ছেলে মুশফিক উদ্দিন।
শনিবার ভোর রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনায় বিএম জসিম এবং তার ছেলে ওয়াসিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
জানা যায়, গত শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার পার্টির আয়োজন করে। যাতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত দেয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহ’র ওপর হামলা চালায়।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে ইফতার পার্টিতে দাওয়াত না দেয়ায় হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধর করে বিএম জসিমের সমর্থকরা। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জিতেনের ভাই তাপস কান্তি গুহ বাদি হয়ে একটি মামলা করেন। যাতে জসিম, ওয়াসিসহ সাত জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন