চট্টগ্রামে বাসচাপায় ব্যাটারি চালিত রিক্সা চালক ও যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- নিকাশ বড়ুয়া এবং রিক্সাচালক মো. মেজ্জান। শনিবার সকালে হাটহাজারী-নাজিরহাট সড়কের খণ্ডইল্যার ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি ওমর ফারুক বলেন, শনিবার সকালে খণ্ডইল্যারঘাট নামক এলাকায় একটি নাজিরহাটগামী বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/এএম