চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মহাসড়কের পটিয়া অংশের চেয়ারম্যানঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার এসআই অনুমং মারমা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত এবং আসামি শনাক্তের কাজ চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর