হেফজখানার এক ছাত্রকে বলৎকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মসজিদের এক নৈশ প্রহরীকে। গ্রেফতার হওয়া ওই নৈশ প্রহরীর নাম মিজানুর রহমান। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বিহারী মসজিদ হেফজখানা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিজানুর রহমান ওই ছাত্রকে নিজ কক্ষে নিয়ে বলাৎকার করে। ওই ছাত্রের কয়েকজন বন্ধু তা দেখলে স্থানীয় লোকজনকে অবহিত করে। তারা কান্নারত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে। পরে মিজানুরকে পুলিশের হাতে তুলে দেয়।
বিডি প্রতিদিন/এএম