চট্টগ্রামের বাঁশখালিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৭ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের মধ্যে অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষে আহত ১৭ জনের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের শেলবন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকার দুটি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ১৭ জনের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
বাঁশখালি থানার ওসি কামাল উদ্দিন জানান, এ খবর পেয়ে পুলিশের একটি দল ছনুয়ায় গেছে। তবে সেখানে গিয়ে তেমন কাউকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন