চট্টগ্রামের আকবরশাহ উত্তর কাট্টলী এলাকায় একটি আধা পাকা ঘরের দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে রাখা হয়েছে।
ঈশান মহাজন রোডের শ্যামল বাবু কলোনিতে মঙ্গলবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সাকের আহমেদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম রুদ্র দাশ (৫)। মা-বাবার সঙ্গে শ্যামল বাবু কলোনিতে থাকতো সে।
বিডি প্রতিদিন/আরাফাত