রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম জেলার মিরসরাই এলাকায় বাসের ধাক্কায় মোমিন উল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোমিন উল্লাহ মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী জামানের ছেলে।
শুক্রবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন।
তিনি বলেন, দুপুরের দিকে মিঠাছড়া বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোমিন উল্লাহ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ