চট্টগ্রাম নগরীর চকবাজার বড়মিয়া মসজিদ এলাকা থেকে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃস্পতিবার দিবাগত রাতেই রসুলবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
সাদ্দাম কক্সবাজার জেলার উখিয়া থানার ডালু মিয়া খলু বাপের পাড়ার খাইরুল হকের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, এক মামলায় গ্রেফতার সাদ্দামকে বিচার শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। তবে মামলার রায় হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন