চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার লেক ভিউ আবাসিক এলাকায় চার তলা একটি ভবন থেকে পড়ে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির (৫৭) মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে বলে জানান ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া।
তিনি বলেন, থানার লেক ভিউ আবাসিক এলাকায় চার তলা একটি ভবন থেকে পড়ে যায় কামাল। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন কিভাবে ঘটনাটি ঘটেছে কিছু জানা যায়নি। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
অন্যদিকে এলাকাবাসীর দাবি, দীর্ঘ দেড় বছর ধরেই অসুস্থতায় ভুগছেন কামাল। পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে বাসায় চিকিৎসা দিচ্ছিলেন। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা, সেটা তদন্তের দাবি করছেন তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর