চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নগরের এডিস মশার বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে। রবিবার দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
জানা যায়, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর চকবাজার তেলিপট্টি রোড, কাপাসগোলা রোড, কে বি ফজলুল কাদের রোডের ফুটপাতে দোকানের মালামাল রাখায় ও ময়লা আবর্জনা ফেলায় জনদুর্ভোগ সৃষ্টিসহ জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে চার দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া, নির্মাণাধীন ভবনের নীচতলায়, বাসা বাড়ীর আঙ্গিনায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম তদারকি করা হয়। অপরদিকে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে নগরীর লালবাজারস্থ ইস্পাহানী মোড়, চানমারী রোড, বাঘঘোনা ও আমিরবাগ আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের নীচতলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় দুই ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া, ভবনের নীচের জমাটবদ্ধ পানি ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে নিস্কাশনের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিস্কাশনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম