চট্টগ্রাম নগরীতে টয়লেট থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যবসায়ীর নাম শাহাদাত হোসেন কনক। সোমবার সকালে নগরীর ডবলমুরিং থানাধীন দাইয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কনকের একই এলাকায় মুদি দোকান আছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
সিএমপি পশ্চিম জোনের উপ-কমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, সোমবার সকালে দোকানের পেছনে একটি টয়লেটের ভেতর থেকে কনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত এবং আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে বাইরে কোথাও হত্যা করে লাশ টয়লেটের ভেতর রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি বলেন, শনিবার রাত থেকে কনকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার দোকানও বন্ধ ছিল। রবিবার তার বাবা ডবলমুরিং থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার তার লাশ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, পিবিআই। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা