চট্টগ্রামে এবার শশার বস্তা থেকে প্রায় সাড়ে তিন কেজি আফিম জব্দ করেছে র্যাব। অভিযানে চোলাই মদও জব্দ করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী কাকন মল্লিককে। গত রবিবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, পার্বত্য জেলা বান্দরবন থেকে আফিম এবং চোলাই মদের চালান আসছে এ তথ্যের ভিত্তিতে শিকলবাহা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে প্রায় সাড়ে তিন কেজি আফিম এবং ছোলাই মদ জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় কাকন মল্লিক নামে এক মাদক ব্যবসায়ীকে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম