চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৫০ জন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এ প্রশিক্ষণ শুরু হয়। দেশে প্রথমবারের মত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের শিখন ঘাটতি পূরণে ক্লিনিক্যাল প্র্যাকটিস সম্পন্ন করতে তাদের সরকারি হাসপাতাল ও জেনারেল হাসপাতালে প্রশিক্ষণ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। চমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. ইনসাফি হান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রু মারমা, সহকারি পরিচালক (প্রশাসন) ডা. রাজীব পালিত। এছাড়াও উপস্থিত ছিলেন নার্সিং সুপারভাইজার, পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরগণ, ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্সগণ।
চমেক হাসপাতালের পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, দেশের অন্যতম বৃহত্তম সেবা প্রতিষ্ঠান এই হাসপাতাল। এমন একটি বড় হাসপাতালে আজ ৫০ পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট শিখন ঘাটতি পূরণে ক্লিনিক্যাল প্র্যাকটিস সম্পন্ন করার সুযোগ পেয়েছে। এটি তাদের জন্য অনেক ভাগ্যের, শেখার অনেক বড় ক্ষেত্র। তাই তোমরা যেন মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে বের হন। প্রশিক্ষণ শেষে আগামীতে যেখানেই কাজ করেন, তাতে রোগীরা যেন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পান।
সভাপতির বক্তব্যে চমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. ইনসাফি হান্না বলেন, শেখার মানসিকতা নিয়ে কাজ করবেন এবং সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে যাবেন। এমন উন্নত মানসিকতা লালন করলে জীবনে সফল হবেন। আজ যারা পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টের প্রশিক্ষণ শুরু করলেন, তারা যেন আগামীতে রোগীর সেবার ব্রত নিয়ে কাজ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন