বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকাডুবিতে চট্টগ্রামের আনোয়ারার নিখোঁজ মাঝি হারুনের লাশ মহেশখালী উপজেলার মাতারবাড়ি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন। মো. হারুন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামের সৈয়দ নূরের ছেলে।
জানা যায়, গত ২৬ জুলাই মধ্যরাতে বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে একটি লাইটার জাহাজের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন জীবিত ফিরে আসলেও দুইজন নিখোঁজ ছিলেন। পরের দিন নিখোঁজদের মধ্যে আবদুর রশিদের মরদেহ সাগর থেকে উদ্ধার করা হলেও হারুন নিখোঁজ ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, ‘সাগরে নিখোঁজ জেলে হারুনের লাশ মহেশখালী পুলিশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।’
বিডি প্রতিদিন/এএম