চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জামাদার গ্রামের মুহুরী বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে লামিয়া আক্তার (১) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লামিয়া আক্তার একই এলাকার মোহাম্মদ রাজিবের মেয়ে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ইছাখালী ইউনিয়নে মুহুরী বাড়িতে আগুনের খবর পেয়ে দুপুর ১টা ১০ মিনিটে ঘটনাস্থলে যাই। সেখানে প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা একজন শিশু মারা যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ