চট্টগ্রামে রেল লাইনে পৃথক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। গত মঙ্গলবার পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেল রোড ওভার ব্রিজের পাশে গিটার বাজানো অবস্থায় ওমর ফারুক (২৮) নামে এক যুবকের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক ফৌজদারহাট কালুশাহ সিপাহি বাড়ির মৃত শাহ আলমের ছেলে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের হাটহাজারীর আলীপুরে তেলবাহী ওয়াগনের নীচে কাটা পড়ে মো. শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাদ্রাসা ছাত্র শাহাদাৎ সিলেটের সুনামগঞ্জ এলাকার মো. জসিমের ছেলে। শাহাদাৎ হাটহাজারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
হাটহাজারী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার দুপুরে তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়। ধারণা করছি রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/এএম