বহুতল ভবন তৈরি করে বিক্রির নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মাজাহার ইকবাল খান এবং জাফর ইকবাল খান।
আজ বুধবার রাতে চট্টগ্রাম এবং গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে ২০টি মামলায় সাজাসহ মোট ৩২ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেফতারকৃতরা বহুতল ভবন তৈরি করে বিক্রির লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। ভবন তৈরি করা কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা ৩২টি মামলা দায়ের করেন। যার মধ্যে ২০টি মামলায় সাজা হয়েছে।
বাকি মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ছয় বছর ধরে তারা পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুর এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর